শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাত

রমেন বসাক, হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের ইমিগ্রেশন চেক পোষ্টে বুধবার ভারতীয় সীমান্তরী বাহিনীর (বিএসএফ) পশ্চিমবঙ্গের কোলকাতা পূর্বাঞ্চলীয় ফ্রান্টিয়ার কমান্ডার আইজি আর পি সিং বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদারের প্রতিনিধি হিসেবে সহ-অধিনায়ক মেজর নাসির ইমাম রুমির সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেন।

মেজর নাসিম ইমাম রুমি জানান, তিনি ভারত-হিলি সীমান্ত পরিদর্শনে আসার অংশ হিসেবে এ সৌজন্য সাাতে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, বিএসএফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি (সেক্টর কমান্ডার) জাসবং সিং, পতিরাম-৭৫ ব্যাটালিয়ন কমাডেন্ট রাজেন সুধ, পতিরাম-৭৫ ব্যাটালিয়ন কমাডেন্ট এস কে শ্রী বাস্তব, বিজিবি হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার ফজলুর রহমান, ভারতহিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস আই প্রবেশ সিং। এসময় বিএসএফ’র প থেকে দু’ প্যাকেট ফল ও বিজিবি’র প থেকে দু’ প্যাকেট মিষ্টি পরস্পরকে উপহার দেন।

Spread the love