শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি সীমান্তে হাতকড়া পড়া অবস্থায় আসামির পলায়ন

রোমেন বসাক, ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর : দিনাজপুরের হিলি সীমান্তে মোঃ ওবায়দুর রহমান (৪০) নামে হাতকড়া পড়া অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যের কাছ থেকে পালিয়ে গেছে।

 

পলাতক মোঃ ওবায়দুর রহমান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা সদরের মোঃ চাঁন মিয়ার ছেলে।

 

সোমবার সকাল ৭টায় হিলি কামালগেটের চেকপোস্ট ক্যাম্প এই ঘটনাটি ঘটে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি চেকপোস্ট ক্যাম্পের গার্ড কমান্ডার নায়েক মোসাদ্দেক আলী জানান, সকালে সীমান্তের কামালগেটে মোঃ ওবায়দুর রহমান ভারত থেকে দেশে আসার সময় আটক করা হয় । এরপর তাকে বিজিবি হিলি সিপি ক্যাম্পে নিয়ে গিয়ে এক হাতে হাতকড়া পড়ানো অবস্থায় রাখা হয়। সকাল সাড়ে ৭টায় হাতকড়া পড়া অবস্থাতেই ওবায়দুর রহমান দৌড়ে পালিয়ে যায়।

 

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জববার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক ওবায়দুর রহমানকে আটকের অভিযান চলছে। এ ঘটনায় বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের গার্ড কমান্ডার নায়েক মোসাদ্দেক আলী ও সৈনিক করিমকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে।

Spread the love