মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামা উপজেলায় প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পেল ৩৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ রবি ২০২১-২২ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার ৩৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানা আফরোজ ও কৃষক-কৃষাণীগণ।

Spread the love