শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিক প্লাবন, দিনাজপুর॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট ২০২২) বিকেল ৫ টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল প্রতিযোগিতায় হলুদ জার্সিতে শের-এ বাংলা ক্লাব কসবা বনাম নীল জার্সিতে জাগরণী ক্লাব পাটুয়াপাড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম.পিপিএম(বার)।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন শেখ কামাল। স্বাধীনতাত্তোর যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশে তরুন যুব সমাজকে আলোর পথ দেখানোর জন্য আবাহনী স্পোর্টিং ক্লাবসহ বেশ কয়েকটি সংগঘটিত করেছিলেন। যাতে তরুন প্রজন্ম নতুন স্বপ্নে নিজেকে উজ্জীবিত করতে পারে। শুধু তাই নয়, শেখ কামাল একজন ভালো খেলোয়াড় এবং সাংস্কৃতিক মোনা ছিলেন। তিনি বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালের আদর্শ, দেশাত্ববোধকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার জন্য প্রতিবছর এধরনের খেলাধুলার আয়োজন করা হবে। যাতে নতুন নতুন খেলোয়াড় তৈরি হয়।
আলোচনা শেষে প্রতিযোগিতায় ২-০ গোলে চ্যাম্পিয়ন জাগরনী ক্লাব ও রানার্সআপ শের-এ বাংলা ক্লাবের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম এমপিসহ অতিথিবৃন্দ। এসময় চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষনা দেন হুইপ ইকবালুর রহিম এমপি।
প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মো. মতিউর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পাটোয়ার বাবু, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, নওশাদ ইকবাল কলিন্স, মো. আনোয়ারুল ইসলাম, আশরাফুল আলম রমজান, ফাহিমা ইয়াসমিন কলি প্রমুখ।
প্রীতি ফুটবল প্রতিযোগিতার পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, বিপ্লব ও ফয়জার রহমান। ধারা ভাষ্যকার ছিলেন রফিক।
গোর এ শহীদ বড় ময়দানে প্রীতি ফুটবল প্রতিযোগিতাটি দেখতে বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমি দর্শক ভীড় জমায়।

Spread the love