বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবির উচাই কৃষি কলেজে পূর্নমিলনী

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : কর্ম ব্যস্ততা প্রতিদিন, ভালোবাসার বন্ধনে একদিন” দেশকে এগিয়ে নেওয়ার এমন নীতি কথা সবার মাঝে ছড়িয়ে দিতেই জয়পুরহাটের পাঁচবিবির উচাই কৃষি কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে পূর্নমিলনী-২২ অনুষ্ঠিত হয়। বিভিন্ন রং বে-রংয়ের ফেষ্টুন ও ব্যানার সহকারে একটি আনন্দ র‌্যালী উচাই বাজার প্রদক্ষিন করে। র‌্যালীটি বাজার প্রদক্ষিন শেষে উচাই কৃষি কলেজ ক্যাম্পাসের সভা মঞ্চে এসে মিলিত হয়। উচাই কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ রোস্তম আলীর সভাপতিত্বে শুক্রবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচবিবির এক অজো পাড়ায় প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে অনেক ছেলেমেয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত কর্মজীবন অতিবাহিত করছে ভাবতে ভালোলাগে। কৃষি কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্ত্যবে এমন কথা বলেন। র‌্যালী ও আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মশিউর রহমান, মামুনুর রশিদ, জুলফিকার আলী, নাইস সুলতানা ও অন্যান্ন শিক্ষক/শিক্ষার্থীরা। উচাই কৃষি কলেজের এক সময়ের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম, মামুনুর রশিদ, টগর, বিপ্লব ও ফারজানা আখিঁসহ অনেকেই উপস্থিত ছিলেন। সাবেক শিক্ষার্থীদের ছেলেমেয়েদের অংশগ্রহনে সকালে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভিন্টের খেলাধুলা। আলোচনা সভা শেষে বিজয়ীদের পুরস্কার তুলেদেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Spread the love