শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় চেয়ারম্যান গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) ভোরে ওই ইউনিয়নের শ্রুতিধর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ।

চেয়ারম্যান প্রতিনিয়ত ঠিকাদারকে হয়রানি করে এবং চাঁদা দাবি করায় চাঁদাবাজির মামলা দায়ের করেন এলাহী বকস নামে এক ঠিকাদার।

অভিযোগ সুত্রে জানা যায়, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের বড়দীঘিরপাড় এলাকায় একটি সড়ক নির্মাণের ঠিকাদারি করছেন এলাহী বকস নামে এক ঠিকাদার। কিন্তু চেয়ারম্যান ফরহাদ হোসেন বিভিন্নভাবে ঠিকাদারকে হয়রানি এবং চৌকিদার দিয়ে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে ৪/৫ লক্ষ টাকার চাঁদা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ রাখার কথা বলেন। এ ঘটনায় গত ২৬ জুন ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনের বিরুদ্ধে ৪/৫ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন ঠিকাদার। মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের শ্রুতিধর এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ।

তবে ঠিকাদার এলাহী বকস বলেন, কাজ শুরু করার পর থেকেই চেয়ারম্যান আমার কাজে বিভিন্ন সময় বাধা সৃষ্টি করেন এবং এলাকার লোকজনদের ভুল বুঝিয়ে নানাভাবে আমার কাজের হয়রানি করেন। পরে চেয়ারম্যান চৌকিদার দিয়ে আমাকে এবং আমার ছেলেকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চাঁদা দাবি করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গেলাম রসুল জানান, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love