মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২১ জুলাই ৩ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী

pMআগামী ২১ জুলাই সোমবার ৩ দিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের গার্ল সামিট অর্থাৎ কন্যা সম্মেলন যোগ দিতে তিনি সেদেশে যাচ্ছেন। আগামী ২২ জুলাই দেশটির রাজধানী লন্ডনে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে এ সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানেয়েছে। সূত্র জানায়, ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু হয়েছে। সফরকালে ডেভিড ক্যামেরনের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারি মাসে ৩য় মেয়াদে সরকার গঠনের পর যুক্তরাজ্যে এটিই তার প্রথম সফর। এর আগে তিনি মিয়ানমার, জাপান ও চীন সফর করেছেন।
গার্ল সামিট সম্পর্কে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ভ্রূণ অবস্থায় কন্যা শিশু হত্যা, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ সম্মেলন আয়োজন করছেন। নারীর ক্ষমতায়ন ও কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ দেশের প্রধানমন্ত্রী একজন নারী। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি সম্মেলনে বিশেষ মাত্রা যোগ করবে।

Spread the love