শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী

মোঃ ইউসুফ আলী : বিভিন্ন কমসূচীর মধ্য দিয়ে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।

কর্মসূচীর মধ্যে ছিল একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী শহীদদের প্রতি পুস্পার্ঘ অর্পণ করে কর্মসূচীর সুচনা করেন।

শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি অধ্য ছফর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ হারুন-অর-রশিদ। আলোচনা সভা শেষে শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। সর্বশেষে সরকারি গণ গ্রন্থাগার, শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক (উপ-সচিব) মোঃ হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ এনামুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য সহকারী কমিশনারবৃন্দ।

Spread the love