শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে এসবিএফ স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে কিডনি পরীক্ষা

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ ও আগে দেশ (এসবিএফ) এর আযোজনে বিনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্পে ডায়াবেটিস,রক্তচাপ,উচ্চ রক্তচাপ কিডনি রোগ নিরূপণ কর্মসুচি পালন করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে উপজেলার বে-সরকারী সেচ্ছসেবী চিকিৎসাকেন্দ্র টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সেতারা কিডনি সেন্টার চত্বরে এই কর্মসূটি অনুষ্ঠিত হয়।
বিনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্প কর্মসুচি উদ্বোধন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় টিএম হেলথ কেয়ার চত্বরে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধি সমাবেশে সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ ও আগে দেশ (এসবিএফ-বি) এর চীপ অপরেটিং অফিসার (সিওও) অবসরপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম এনডিসি এর সভাপত্বিতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন, টিএম হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো.মোশারফ হোসেন বাবু, দিনাজপুর শিক্ষা বোর্ড এর সাবেক সচিব অধ্যপক মো.আমিনুল হক সরকার, এসবিএফ-বি এর প্রধান অর্থ কর্মকর্তা মো.সুফি হায়দার জুলফিকার, শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, টিএম হেলথ কেয়ার এর পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম প্রমুখ।
এর আগে টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সেতারা কিডনি সেন্টারের মুল ফটকের সামনে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে স্বাস্থ্য ক্যাম্প কর্মসুচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ ও আগে দেশ (এসবিএফ-বি) এর চীপ অপরেটিং অফিসার (সিওও) অবসরপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম এনডিসি সহ অনুষ্ঠানের অন্যন্য অতিথিদ্বয়।

Spread the love