শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৩৯ বছর পর অন্যের জমিকে নিজের বলে দাবী, হয়রানির শিকার হচ্ছেন মূল ওয়ারিশগণ

বেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ আব্দুল মালেক কর্তৃক অনৈতিকভাবে মৃত মোসলেম উদ্দিনের ক্রয়কৃত জমির উপর ৩৯ বছর পর নিজেকে ওয়ারিশ দাবী করার ফলে বিপাকে পড়েছে জমির মূল ওয়ারিশরা। প্রায় ৩৯ বছর জমিটির ভোগদখলের পর মালেকের এহেন হুমকির মুখে পড়েছে জমির মালিক ৪ ভাই।

বিবরনে জানা যায় ১৯৭৬ সালে দিনাজপুর শহরের রামনগর নিবাসী সাহেরা খাতুনের নিকট একই এলাকার মৃত মোঃ মোসলেম উদ্দিন বিরলের বালাপুকুর মৌজায় ৭৪ শতক জমি ক্রয় করে। যার খতিয়ান নং- ২৬, দাগ নং- ২০৬, ডাঙ্গা। ক্রয়ের পর জমির খাজনা-খারিজ সকল কাগজপত্র মোসলেম উদ্দিনের পক্ষে রয়েছে। প্রায় ১০ বছর পূর্বে মোসলেম উদ্দিনের মৃত্যু হলে তার পূত্র মোঃ শাহনেওয়াজ আলী, মোঃ শাহজাহান আলী. মোঃ শাহজালাল ও মোঃ শাহজামাল ওয়ারিশমূলে জমিটির মালিকানা প্রাপ্ত হন। দীর্ঘ ৩৯ বছর পর বিরল উপজেলার মোল্লা পাড়া এলাকার ডুমুরিয়া গ্রামের মৃত পিয়ার আলীর পূত্র মোঃ আব্দুল মালেক উক্ত জমিটির ওয়ারিশ দাবী করে আদালতে মামলা দায়ের করে। যার মামলা নং- ০৮/১৫। এই অহেতুক মামলার কারণে অস্বচ্ছল পরিবারের ওয়ারিশ শাহনেওয়াজ ও তার ভাইগণ মামলার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে। মামলার হয়রানি থেকে বাঁচার জন্য তদন্তপূর্বক প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন ওয়ারিশগণ।

Spread the love