মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১ অক্টোবর’২০২২ শনিবার সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে “বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতাঃ এক সূত্রে গাথা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনব্যাপী বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা(০২)- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ষষ্ঠ শ্রেণী হতে একাদশ শ্রেণী পর্যন্ত পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। করোনা মহামারী কারণে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়েছিল, সে সকল শিক্ষার্থী গত বিজ্ঞান মেলা অংশগ্রহণ করতে পারেনি এবং পারিবারিক বিভিন্ন কারণে প্রতিষ্ঠানেও নিয়মিত আসতে পারেনি এ ধরনের সকল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এই বিজ্ঞানর আয়োজন করেছে অত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

উক্ত বার্ষিক আন্তঃশ্রেণি শ্রেণী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ক্রশ ব্রাদারদের সাবেক প্রভিন্সিয়াল বিনয় স্টিফেন গমেজ সি.এস.সি। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার সি.এস.সি, সহকারি প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সি.আই.সি, বিজ্ঞান মেলার আহবায়ক সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞানমেলায় ষষ্ঠ শ্রেণি হতে একাদশ শ্রেণি পর্যন্ত পদার্থ বিজ্ঞান বিষয়ে ২৫ টি, রসায়ন বিজ্ঞান বিষয়ে ৪৩ টি, জীব বিজ্ঞান বিষয়ে ১৩ টি, গণিত বিষয়ে ২৩ টি, আইসিটি বিষয়ে ৪টি এবং কৃষি বিষয়ে ১৯টি সর্বমোট ১০৪ টি স্টল প্রদর্শন করে শিক্ষার্থীবৃন্দ। দিনব্যাপী বিজ্ঞান মেলায় স্টল প্রদর্শন শেষে দুপুর সাড়ে ১২টায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Spread the love