শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক বিপুর পরিমাণ মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি : গত ২০ মার্চ হতে ২১ মার্চ সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার শহিদুল ইসলাম, হাবিলদার মোঃ বেলায়েত মিয়া এবং মোঃ তায়েজ উদ্দিন এর নেতৃত্বে বিজিবি সদস্যগন ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন, বিরামপুর থানাস্থ ঘোড়াঘাট রেলঘন্ডি, রামচন্দ্রপুর এবং নবাবগঞ্জ থানাস্থ গোলাপগঞ্জ নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫০ কেজি আঙ্গর, ০৮ টি প­াষ্টিকের খাচা, ১৫ কেজি জিরা, ৮৩৯৮ টি বিভিন্ন প্রকার ইমিটেশন সামগ্রী, ২৩৫ টি প­াষ্টিক চশমা, ১২ জোড়া প­াষ্টিক চুড়ি, ৩৬ প্যাকেট বিভিন্ন প্রকার বাজি, ৫৫০ টি খেলনা পিস্তলের গুলি, ১৪০ প্যাকেট বিস্কুট, ১৮৩ টি চকলেট, ০৩ প্যাকেট হরলিক্স, ০৩ প্যাকেট সনপাপড়ি, ৬৪ টি ষ্টীলের গ­াস, ০৭ টি শার্ট পিচ, ২৫ টি বিভিন্ন প্রকার প্রসাধনী, ১০৬ টি ইমিটেশন সামগ্রী, ০১ কেজি পোস্তদানা, ১৩২ প্যাকেট আগরবাতি, ০৫ কেজি চা পাতা এবং ০৫ টি মশার তেল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ১১,৬৯,১৩০/- টাকা।   আটককৃত মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা  হয়েছে।

Spread the love