শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল এবং চাউলসহ ট্রাক আটক

BGBদিনাজপুর প্রতিনিধি: গত ২৫ জানুয়ারি দিবাগত রাতে ভারত থেকে ফেন্সিডিল আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল বিরামপুরস্থ রেলঘুন্ডি নামক এলাকায় পূর্ব থেকেই ওৎ পেতে থাকে। প্রাপ্ত তথ্যানুযায়ী ট্রাকটি ঘটনা স্থলে আসলে টহল দল ট্রাকটি থামানোর সংকেত দেয়। ট্রাক ড্রাইভার টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে  ট্রাকটি নিয়ে পালাতে চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে সুযোগমত ড্রাইভার রাস্তার পাশে ট্রাকটি হঠাৎ থামিয়ে দিয়ে ট্রাকের হেলপার ও ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়। টহল দল ঘটনাস্থল হতে মালিকবিহীন অবস্থায় ৫০০ বোতল ফেন্সিডিলসহ চাউল বোঝাই ট্রাকটি আটক করতে সক্ষম হয়। টহল দল কর্তৃক আটককৃত ফেন্সিডিল (৫০০ বোতল), ৭ টন (৭০০০ কেজি) চাউল এবং ট্রাকের আনুমানিক সিজার মুল্য ৮৫,৯৫,০০০/- (পঁচাশি লক্ষ পঁচানববই হাজার) টাকা। আটককৃত ফেন্সিডিল ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে এবং ৭ টন চাউলসহ  ট্রাকটি সিজারের মাধ্যমে দিনাজপুর শুল্ক গুদামে জমা করা হয়েছে।

Spread the love