বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও গাড়ীসহ অন্যান্য মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ শহিদুল ইসলাম ২৩ মার্চ ২০১৪ তারিখ আনুমানিক ০৫০০ ঘটিকায় দিনাজপুর জেলাস্থ বিরামপুর ঘোড়াঘাট রেলক্রসিং নামক স্থান হতে বিস্কুট ও চকলেট ভর্তি একটি মিনি পিকআপ গাড়ী আটক করে। আটককৃত মিনি পিকআপে ভারতীয় বিস্কুট ও চকলেটসমূহ আমদানীর স্বপক্ষে যথোপযুক্ত কাগজপত্রাদী না থাকায় পরবর্তী কার্যক্রমের জন্য বিস্কুট ও চকলেটসহ পিকআপ গাড়ীটি দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য-২৬,২৪,৯৪০/-। আটককৃত মালামালসমূহ হচ্ছে ২০২ কার্টুন বিভিন্ন প্রকার বিস্কুট, ১৭ কার্টুন বিভিন্ন প্রকার চকলেট, ০১ টি পিকআপ গাড়ী এবং ০১ টি পুরাতন ত্রিপল। এছাড়াও ২৩ মার্চ ২০১৪ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৪ মার্চ ২০১৪ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার আব্দুল হালিম, হাবিলদার বুদ্ধি মন্ত, হাবিলদার তায়েজ এবং হাবিলদার আবু বকর খানের নেতৃত্বে বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ বেগম মোড়, তালতলা, কেটরা এবং গোবিন্দপুর নামক স্থানে  পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি আঙ্গুর, ০৫ টি প­াষ্টিকের ঝুড়ি, ১৩ বোতল বিদেশী মদ, ৯৬০ টি সেনেগ্রা ট্যাবলেট, ১৬৪ বোতল ফেন্সিডিল, ১০০ কেজি ইউরিয়া সার। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ৩,৯৯,৩৫০/- টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা  হয়েছে।

 

Spread the love