শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারত থেকে প্রতিদিন দেশে ফিরতে পারবেন পাসপোর্ট যাত্রীরা

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এখন থেকে প্রতিদিনই দেশে ফিরতে পারবেন ভারতে অবস্থান করা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী। তবে পূর্বের মতো বাংলাদেশ হাইকমিশন থেকে নিতে হবে না কোন অনাপত্তি পত্র।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে যাতায়াতের নতুন নির্দেশনা এসেছে যা ইতিমধ্যে কার্যকরও শুরু হয়েছে। আগে সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন থেকে প্রতিদিন এই পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন।

তিনি আরো জানান, আগে দেশে ফিরতে ভারতে বাংলাদেশের হাইকমিশন থেকে অনাপত্তি পত্র নিয়ে আসতে হতো এখন সেটি ছাড়াই দেশে ফিরতে পারবেন পাসপোর্ট যাত্রীরা। তবে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের ৭২ ঘন্টার মধ্যে আরটিপিসিআর টেস্টের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে

Spread the love