শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মন্দির ভাংচুরের প্রতিবাদে পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥ শারদীয় দূর্গাপূজা চলাকালে কুমিল্লা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানবন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় শহরের শহীদ মিনার সড়কে বাংলাদেশ পুজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুজা উদযাপন কমিটির পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি কৈলাশ প্রসাদ সোনার, বাংলাদেশ পুজা উদযাপন পরষিদ পৌর শাখার সভাপতি প্রদীব দত্ত, রবিদাস সম্প্রদায়ের পক্ষে কনিল বাশঁফোড় ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে মন্দির ও প্রতিমা ভাংচুরকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান। উপজেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি-সাধারন সম্পাদক ও স্থানীয় সনাতন ধর্মালম্বীরা মানববন্ধনে প্রায় দুই শতাধিক অংশগ্রহণ করেন।

Spread the love