
মো. নূরে আলম সিদ্দিকি, ষ্টাফ রিপোর্টার : দিনাজপুরের বীরগঞ্জে কার্প ও তেলাপিয়া মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামারের আয়োজনে মঙ্গলবার সকালে খামার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক রংপুর বিভাগ মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তামোঃ আশরাফুজ্জামান, সহকারী পরিচালক রংপুর বিভাগীয় অফিস মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সমন্বয়কারী দায়িত্ব পালন করেন বীরগঞ্জ উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্হাপক মোঃ সামসুজ্জামান।
কার্প ও তেলাপিয়া মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে ২০জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।