রবিবার ১৪ এপ্রিল ২০২৪ ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুর্ধ্ব-১৮ জাতীয় মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

দেশের ৮টি বিভাগের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৮ জাতীয় মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে দেশের সকল বিভাগ থেকে আসা ক্ষুদে নারী ক্রিকেটারদের উপস্থিতিতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র টিটু বলেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নাম মর্যাদার সাথে উচ্চারিত হচ্ছে। নারী ফুটবল দল আমাদের গর্বিত করছে। ক্রীড়ার সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অনুর্ধ্ব-১৮ জাতীয় মহিলা টি-২০ টুর্নামেন্ট আয়োজনের জন্য ময়মনসিংহকে নির্বাচন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত নারী ক্রিকেটারদের উদ্দেশ্যে মসিক মেয়র বলেন, আপনাদের দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। আপনাদের মাধ্যমে দেশ আন্তর্জাতিক অঙ্গণে আরো পরিচিত লাভ করে। তাই সর্বোচ্চটা দিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দীপু রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে জাতীয় এ ক্রিকেট টুর্নামেন্ট। পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল।

Spread the love