
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : অগ্রণী ব্যাংক পিএলসি. পার্বতীপুর শাখার উদ্যোগে সোমবার রাতে নতুন বাজার অগ্রণী ব্যাংক শাখায় প্রিন্সিপাল অফিসারের বিদায়ী ও নবাগত শাখার ব্যবস্থাপকের বিদায়ী ও বরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও আদর্শ কলেজের প্রভাষক সামিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান বায়েজিদ মোঃ আশরাফুজ্জামান, পার্বতীপুর পুরাতন বাজার শাখার ব্যবস্থাপক সাজেদুর রহমান, দিনাজপুর অফিসার্স ক্লাবের সভাপতি আফতাবুজ্জামান, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম রসুল মিন্টু।
বিদায়ী শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোজাম্মেল হক ও নবাগত শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান গ্রাহক ও সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বিদায়ী শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোজাম্মেল হক ভূষিরবন্দর অগ্রণী ব্যাংক শাখায় বদলী হলে তার পরিবর্তে মিজানুর রহমান শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন। বিদায়ী ও বরণ অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংক গ্রাহক ও কর্মচারীগণ।