
এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে ঝড়ে গাছ উপড়ে পড়ে উপজেলা পরিষদ বাউন্ডারী ওয়ালের ব্যপক ক্ষতি হয়েছে।
সোমবার বিকাল পৌনে ৪ টার দিকে বিরলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বিরল উপজেলা পরিষদের সামনে সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচুঁড়ার গাছ উপড়ে পড়ে। এতে কোন হতাহত না হলেও গাছটি উপজেলা পরিষদের বাউন্ডারী ওয়ালে পড়ায় বাউন্ডারী ভেঙ্গে ব্যপক ক্ষতি হয়েছে।