
মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ শুক্রবার সকাল ৯ টায় দিনাজপুর শহরের কসবাস্থ এলাকায় অবস্থিত আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ৬ তলা ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাই কাজে শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ নুর ইসলাম (তুষার)।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও চেম্বার অফ কমার্স এন্ড ইনডাস্ট্রি এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, নির্মাণ কমিটির আহবায়ক এটিএম শামসুজ্জামান, অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি আমজাদ আলী আহমেদ, শহিদুর রহমান পাটোয়ারী মোহন, মনোয়ারুল হক মার্শাল, আলহাজ্ব আব্দুল খালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আলী, সাহ-সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ রিপন, কোষাধক্ষ্য আরিফুল রহমান, সহ কোষাধক্ষ্য ইঞ্জিনিয়ার আনসার আলী, কমিটির সদস্য আসলাম হোসেন, ইঞ্জিনিয়ার মোতাহার আলী, মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুর আলম, এলাকার সকাজসেবক ইনসান উদ্দিন আহমেদসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।