
সাহেব, দিনাজপুর প্রতিনিধি ॥ চতুর্থ দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টে মা ইলেকট্রনিস ১০ উইকেটে আনিসা গার্মেন্টস কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্স হযেছে আনিসা গার্মেন্টস। গতকাল শুক্রবার দিনাজপুর গোর এ শহীদ ময়দানে প্রথমে ব্যাট করতে নেমে আনিসা গার্মেন্টস ১০ উইকেট হারিযে ২৪ রান সংগ্রহ করে জবাবে মা ইলেকট্রনিক্স কোন উইকেট না হারিয়ে ২৫ রান সংগ্রহ করে। খেলা শেষে চাম্পিয়ান ও রানার্স আপের মধ্যে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও দিনাজপুর বিজনেস হাউসের পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানে মেয়র আলতাফ হোসেন, বিবিসি ক্লাবের সভাপতি এড ইয়ামিন আহমেদ, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক রুবেল আহমেদ, বিবিসি ক্লাবের সাধারণ সম্পাদকও ক্রীড়া সংগঠক মাহবুব আলম লাপ্পু , সাংবাদিক শাহরিয়ার চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ৬০ হাজার টাকা, রানার আপকে চল্লিস হাজার টাকা পুরষ্কৃত করা হয়। এসময় হলি ওয়ার্ল্ড ও মা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকার রুবেল ইসলাম ঘোষণা দেন, আগামী পঞ্চম দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে গোল্ডকাপ টুর্নামেন্ট। চাম্পিয়ান কাপে থাকবে এক ভরি স্বর্ণ ও রানার আপে থাকবে অর্ধেক ভরি স্বর্ণ। এ নিয়েই হবে পঞ্চম দিনাজপুর সুপার গোলকাপ টুর্নামেন্ট। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অফ দা টুর্নামেন্ট পুরস্কৃত করা হয় ব্যাটসম্যান সুজন খানকে। বেস্ট ফিল্ডার মোহাম্মদ আমান, ব্যাটসম্যান সোহেল ইসলাম, বেস্ট বলার সানাউল্লাহ খান, বেস্টকিপার আকবর আলি। দিনাজপুর বিবিসি ক্লাবের আযাজনে গোরে শহীদ ময়দানে প্রতিবছর এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের আসর বসে। টুর্নামেন্টের আহবায়ক ছিলেন মিজানুর রহমান পাটোয়ারী বাবু ও সদস্য সচিব শামীম কবির অপু।