
মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ দিনাজপুরে সপ্তাহব্যাপী প্রবল বৃষ্টির কারণে, দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম রামনগর শান্তিপুর এলাকায় পানিবন্দী ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২৬ সেপ্টেম্বর’ ২০২৩ মঙ্গলবার দিনাজপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল এর নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হীরা, পৌর বিএনপির সদস্য উত্তম কুমার রায়, মহিলা সদস্য ময়না বেগম, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সুমন সহ ১ নং ওয়ার্ড বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।