সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ ‘সংগঠনকে শক্তিশারী করার জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রদায়িকতা ও তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা’ সাংগঠনিক পক্ষ-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পেশাজীবী নারী ও পুরুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনাজপুর শহরের গণেশতলা রায়সাহেব বাড়ী প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রায়সাহেব বাড়ী পাড়া কমিটির সভাপতি শুকলা কুন্ডু’র সভাপতিত্বে পেশাজীবী নারী ও পুরুষদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেন, আজকের নারী তার যোগ্যতা, দক্ষতা ও সংগ্রামের মধ্য দিয়ে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যতটা অগ্রসর হয়েছে, সমাজ ও রাষ্ট্র এই অগ্রগতিকে অব্যাহত রাখার জন্য সহায়ক ভূমিকা নিয়ে আসছে না। নারীর মানবাধিকার আজকে বৈশ্বিকভাবে স্বীকৃত। বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতি হয়েছে। নারী অর্জন করেছে অনেক কিছু, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন না হওয়ায় নারীর অধিকার এখনও ভুলন্ঠিত। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চলতে হবে আরও অনেক পথ।
দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজ কল্যাণ সম্পাদক শাহনাজ পারভীন, জেলা কমিটির সদস্য রোকসানা বিলকিস, সাংবাদিক জিন্নাত হোসেন, মহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অমল চন্দ্র রায়, চা ব্যবসায়ী স্বপন চন্দ্র রায়, শিক্ষার্থী শতাব্দী কুন্ডু, নার্স নূর আক্তার বানু, পাপড় ব্যবসায়ী কান্তি সাহা, পিঙ্কি সাহা, কাঠমিস্ত্রি নান্ট্র চন্দ্র দাস, কৃষক নারী শেফালী, দর্জি শিখা গোস্বামী প্রমুখ।

Spread the love