শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ ২৯শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যাপী চক্ষু ও মেডিসিন রোগীদের জন্য ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২৭ ফেব্রুয়ারী রবিবার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় এলাকার অসহায় দুস্থ্য চক্ষু ও মেডিসিন রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর এর মেডিকেল অফিসার ডাঃ ডেভিড সরকার এবং মেডিকেল অফিসার ডাঃ নওশাদ আলম সিদ্দিক সারাদিনে ২৪৫জন দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজারামপুর ইউনিয়ন পরিষদের মুকুল চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক। চিকিৎসকগণ তাদের বক্তব্যে রোগীদের উদ্দেশ্যে বলেন, সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন এবং নির্দেশনা মোতাবেক নিয়মিত ঔষধ সেবন করবেন তাহলে দ্রুত সুস্থ্য হতে পারবেন। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় বলেন, করোনা মহামারী থেকে রক্ষায় সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা আমাদের উচিত। আমাদের সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এবং করোনা টিকা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সমৃদ্ধি কর্মসূচীর মধ্য দিয়ে রাজারামপুর ইউনিয়নের সাধারন মানুষকে স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্যান্য যে সেবা প্রদান করা হচ্ছে তা সত্যিই একটি প্রশংসনিয় উদ্যোগ বলে আমি মনে করি। এসময় সমৃদ্ধি কর্মসূচীর রাজারামপুরের কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, পল্লীশ্রী’র প্রধান কার্যালয়ের সৈয়দ মোঃ মোস্তফা কামাল, ঋণ ও আয় বৃদ্ধিমূলক কর্মসূচী প্রোগ্রাম ম্যানেজার আসলাম শেখ, মোঃ মোফাজ্জল হক সরকার উপস্থিত ছিলেন। ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমৃদ্ধি প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা নমুনা রানী রায় ও রাজিয়া খাতুন এবং ইউনিট ম্যানেজার আবুল কালাম আজাদ।

Spread the love