
এম,এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে নোনা নদী থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তি উপজেলার ৩নং ধামইড় ইউপি’র খৈলতৈর বাগানপাড়া গ্রামের মৃত: সবানু চন্দ্র রায়ের পুত্র ভবেশ চন্দ্র রায় (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবেশ চন্দ্র গত ২৫ সেপ্টেম্বর (সোমবার) বিকালে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউপি’র নোনা নদীর দুলহরী নামক স্থানে নদীতে মাছ ধরতে আসা লোকজন লাশ দেখতে পেয়ে বিরল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে লাশ নদী থেকে উদ্ধার করে উপরে নিয়ে এলে মৃত: ভবেশের পরিবারের লোকজন লাশ শনাক্ত করে। তার মৃত্যুর সঠিক কোন কারণ জানা জায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিলো।