
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ স্থানীয় চাহিদা পূরণ করে প্রথম বারের মত দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেলাপিয়া মাছ এখন কাতারে রপ্তানী হচ্ছে। এবিষয়ে স্থানীয় মৎস্য চাষী মোঃ গোলাম মোস্তফা লিটন জানান, ৬নং-রনগাও ইউনিয়নের হাটরামপুর মৌজার দশ বিঘা আয়তনের এই ব্যাক্তি মালিকানার পুকুরটি আমি ৪বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ শুরু করি। আমি গত কয়েক বছর ধরে এ পুকুর থেকে বছরে ১২০ থেকে ১৩০মণ মাছ উৎপাদন করতে পেরেছি। এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৪শ মণ মাছ উৎপাদন করতে সক্ষম হচ্ছি। আমিই প্রথম বোচাগঞ্জ থেকে এই মাছ দেশের বাহিরে কাতার পর্যন্ত রপ্তানী করছি। যা আগে আমরা কখনও কল্পনাও করিনি। আমি আশা করছি সম্পূর্ণ খরচ বাদ দিয়ে এ বছর প্রায় ৭লাখ টাকা উপার্জন করতে পারবো ইনশাল্লাহ। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন জানান, বোচাগঞ্জের মৎস্য চাষীরা উন্নত প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন, এরেটরের ব্যবহার ও নিয়মিত পানি পরিবর্তনের পরামশর্কে কাজে লাগিয়ে মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে। অতীতে ১শতক জমিতে ৩শ তেলাপিয়া মাছের চাষ করা হত এখন উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে একই জমিতে ৫থেকে ৮শ তেলাপিয়া মাছ চাষ করা হচ্ছে। যার ফলে উৎপাদন ৩/৪গুন বৃদ্ধি পেয়েছে। এ উপজেলায় বাৎসরিক মাছের চাহিদা ৩৮৩৫.৫০ মেট্রিকটণ। সেখানে মৎস্য চাষীরা উৎপাদন করছে ৫০২৮৮.৫৫ মেট্রিকটণ। যা চাহিদার চেয়ে ১৪৫৩.০৫ মেট্রিকটণ বেশী। পীরগঞ্জ, ঠাকুরগাও অঞ্চলের মানুষের চাহিদার পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণ করে বোচাগঞ্জের মাছ এখন কাতারে রপ্তানী হচ্ছে এটি বোচাগঞ্জবাসীর জন্য সুখবর। আশা করছি আগামীতে মৎস্য চাষীরা উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৎস্য চাষে আমুল পরিবর্তনের পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবে।