
ভারতের তামিলনাড়ু রাজ্যের কালপাককাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আজ বুধবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিক্যুরিটি ফোর্স বা সিআইএসএফ’এর এক হেড কনস্টেবলের গুলিতে ৩ সহকর্মী নিহত হয়েছেন বলে গণমাধ্যমে জানা গেছে।
এ ঘটনায় সিআইএসএফ’র অপর ২ সদস্য মারাত্মক ভাবে আহত হয়েছে। নিহত ৩ জনের মধ্যে একজন এডিশনাল সাব ইন্সপেক্টর এবং দু’জন হেড কনস্টেবল রয়েছে। গুলিবর্ষণের সঙ্গে জড়িত হেড কনস্টেবল বিজয় প্রতাপ সিংকে গ্রেফতার করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র দফতরের অধীনস্থ সিআএসএফ হলো কেন্দ্রীয় আর্মড পুলিশ বাহিনী। দেড় লাখ সদস্য নিয়ে গঠিত এ বাহিনী দেশটির পরমাণু ও এরোস্পেস স্থাপনাগুলো, ৩০০ শিল্প ইউনিট, ৫৯টি বেসরকারি বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।
দেশটির পুলিশ সূতে জানা যায়, স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটেছে। সকালে রোল কলের জন্য সারিবদ্ধ ভাবে দাঁড়ানর পর হেড কনস্টেবল ৯এমএম কার্বন গান দিয়ে গুলি চালালে ঘটনাস্থলেই তিন ব্যক্তি মারা যায়। আহতদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য এ ঘটনায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক তৎপরতায় কোনো ব্যাঘাত সৃষ্টি হয় নি বলে জানিয়েছেন মাদ্রাজ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক।