শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন উপশহর রাইডাস

দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে উপশহর রাইডার্স। উপশহর একাদশের আমান একটি গোল করে। রানার আপ হয়েছে প্রেসটি বেকারী। ৬ মে শুক্রবার দিনাজপুর শহরের নতুন ৬নং উপশহর মাঠে জনকল্যাণ সমিতির আয়োজনে ৫ম বারের মত নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব্ মোঃ মাসুদ আলম। চ্যাম্পিয়ন উপশহর রাইডার্স ও প্রেসটি বেকারীকে রানার আপ ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এর আগে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব্ মোঃ মাসুদ আলম, বিশেষ অতিথি ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জুয়েলারীর স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা মানিক, নওগা নিয়ামতপুর বরেন্দ্র আলিম মাদ্রাসার প্রভাষক (বাংলা) মোঃ পারভেজ আহম্মেদ, এ্যাড, মাসুদ রানা প্রমুখ। খেলায় রেফারী ছিলেন মোঃ মেরাজ। ধারাভাস্যকার ছিলেন তানজিদ রায়হান আসিক। প্রধান অতিথি আলহাজ্ব মাসুদ আলম বলেন, খেলাধুলা মন ও শরীরকে চাঙ্গা রাখে। মাদকমুক্ত রাখে। তরুন প্রজন্মরা যেন মাদকের মধ্যে ঝুকে না পড়ে সেজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। মাদকাসক্ত একটি সন্তান পরিবারের জন্য কাল সাপ। ধ্বংস করে দিতে একটুও সময় নিবে না। শুধু পরিবার নয়, সমাজ থেকেও বিতারিত হবে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। টুর্নামেন্টে ৬টি দল অংশ গ্রহন করেন।

Spread the love