দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকালে তাদের পৃথক অভিযানে আটক করা হয়েছে। এরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের ইজাজ আসলামের ছেলে আরমান আলী (৩২) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব রাঘবপুরের মৃত আব্দুল রশিদের ছেলে দেলোয়ার হোসেন (৩১)। হিলি চেকপোষ্ট ক্যাম্পের বিজিবি’র গোয়েন্দা সুত্র জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আটককৃত আরমান সীমান্তের চুড়িপট্টি এলাকা দিয়ে এক লিটার ৩’শ গ্রাম ফেন্সিডিল নিয়ে দেশে প্রবেশ করে। এসময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। অন্যদিকে সকাল ৮টায় বিজিবি’র বড়চড়া চেকপোষ্ট থেকে দেলোয়ারকে ৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দুপুরে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিজিবি বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করে।