
ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ ব্র্যাকের এরিয়া অফিস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম।
বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম ঘোড়াঘাট রানীগঞ্জ ব্র্যাকের এরিয়া অফিস এর ইউপিজি প্রোগ্রাম উপজেলার কশিগাড়ী বেড়িভিটা আদিবাসী পাড়া ও সিংড়া গ্রামে পরিদর্শন করেন। তিনি আদিবাসী নারীদের সাথে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহসান হাবিব শাহ, ব্র্যাক দিনাজপুর জেলার সমন্বয়ক ( প্রতিনিধি) অমল কুমার দাম, আঞ্চলিক ব্যবস্হাপক নুর ইসলাম, ঘোড়াঘাট এরিয়া অফিস (রানীগঞ্জ) ব্যবস্হাপক রবিউল ইসলাম, শাখা ব্যবস্হাপক শরমিলি আখতার,এরিয়া সুপারভাইজার শামীম আহমেদ, কর্মসূচি সংগঠক শামিমা আখতার, মাহমুদুল রহমান,পিএলসি সুইট হাসান প্রমুখ।