বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে রপ্তানীযোগ্য আম উৎপাদনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

মো. আব্দুর রাজ্জাক॥ দিনাজপুরের বীরগঞ্জে রপ্তানীযোগ্য আম উৎপাদনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। পরে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রপ্তানী যোগ্য আম উৎপাদনের বিভিন্ন কলা-কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, দিনাজপুরের বিভিন্ন উপজেলা হতে বিভিন্ন দেশে আম রপ্তানী শুরু হয়েছে। আগামীতে আম রপ্তানীর পরিধি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে আমাদের উৎপাদিত আম। তবে এ ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে অভিজ্ঞতা প্রয়োজন। সেই অভিজ্ঞতা বিনিমনের উদ্যেশ্যে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। এ ধরণের কর্মশালার মাধ্যমে আমাদের কৃষক এবং কৃষি এগিয়ে যাবে বলে আমি আশা করি।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Spread the love