বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দীর্ঘ ১৩ বছর পর এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট

দীর্ঘ ১৩ বছর পর এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। এবারের এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছে ভারত ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গ্রুপ ‘এ’ এর দুই দল ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া। ম্যাচটি আবার মঙ্গোলিয়া নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচেই মঙ্গোলিয়ার সঙ্গে ঘটেছে অবাক কাণ্ড। ইন্দোনেশিয়ার ছুড়ে দেওয়া ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে তারা ১০ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৫ রানে। তার মধ্যে ৫ রান আসে অতিরিক্ত খাত থেকে। মঙ্গোলিয়ার ব্যাটাররা করতে পারে মাত্র ১০ রান।

তার মধ্যে আবার ওপেনার বাতজারগার একাই করেন ৫ রান। সাত জন আউট হন শূন্য রানে। বল হাতে ইন্দোনেশিয়ার আন্দিয়ানি এক ওভারে তিন উইকেটসহ মোট চারটি উইকেট নেন।

এর আগে বোলিংয়েও মঙ্গোলিয়ার বোলাররা উদারহস্তে অতিরিক্ত রান দেয়। ইন্দোনেশিয়ার ১৮৭ রানের ইনিংসে ৪৯টিই ছিল অতিরিক্ত খাত থেকে আসা রান। তার মধ্যে ৩৮টি ছিল ওয়াইড। আর ১০টি ছিল নো বল।

Spread the love