বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাইগারদের বিশ্ব জয়ের লড়াই আজ

আজ শুক্রবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। হ্যামিলটনে বাংলাদেশ সময় সকাল ৭ টায় শুরু হবে ম্যাচটি।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে গড়ানো শেষ সাত ওয়ানডেতেই জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে পর পর দুটি ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখান টাইগাররা।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দারুণ উজ্জীবিত মাশরাফি বাহিনী। ইংলিশদের হারিয়ে টাইগারদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। তার মধ্যে ‘বাংলাওয়াশের’ সুখস্মৃতির অনুপ্রেরণা তো আছেই। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ঘাম ঝরানো অনুশীলন করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

 

বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিকুর রহিম। বিশ্বকাপে প্রথম চার ম্যাচের তিনটিতেই ফিফটি করেছেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তো মাত্র ৭৭ বলে ৮৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন মুশফিক। এ ছাড়া বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন মাহমুদউল্লাহ। দলের তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকারও বেশ ছন্দে আছেন। কাল নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্যরা।

 

অপরদিকে আসরে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো অপরাজিত থেকে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার সুযোগ বিশ্বকাপের সহ-আয়োজকদের সামনে। দলে ব্যাটিংয়ে দারুণ ফর্মে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। এবার বিশ্বকাপের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন এই কিউই অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করে নজিরটি গড়েন তিনি। কাল হ্যামিলটনেও ব্যাট হাতে ঝড় তুলতে পারেন ম্যাককালাম। বোলিংয়ে টিম সাউদি, ট্রেন্ট বোল্টরাও বেশ ছন্দে আছেন।

 

সব মিলিয়ে কাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের এক জমজমাট লড়াই অপেক্ষা করছে।

Spread the love