শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাঁচবিবিতে পাটের ফলন ও দামে খুশি কৃষক

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ॥ আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকের ক্ষেতের সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। অপরদিকে লক্ষ্যমাত্রার চাইতেও অতিরিক্ত জমিতে কৃষক পাট চাষ করে। পাটের ভাল দাম পাওয়াই কৃষকের মুখে হাসি ফুটেছে।

গতবছর পাটের দাম মোটামুটি ভাল পাওয়ায় এবছরও অধিক জমিতে পাটের চাষ করে এ উপজেলার কৃষকরা। এবছর বৃষ্টি কম হয়েছে, যদি বৃষ্টি আর বেশি হতো তাহলে পাটের মান আরো ভাল হত কৃষকরা দামও ভাল পেত। কৃষকরা এখন পাট কর্তন, পনিতে ডোবানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে পাট থেকে আঁশ ছাড়ানোর পর শুকায়ে বাজারে বিক্রয় করছেন। বাজারে পাট ২৭’শ থেকে ৩’হাজার টাকা প্রতি মণ দরে বিক্রয় হচ্ছে। যদিও প্রথমে দাম ২৩’শ থেকে ২৪’শ টাকা মণ ছিল।

উপজেলার কোতোয়ালীবাগ গ্রামের কৃষক আঃ আজিজ, রতনপুরের মামনুর রশিদ ও মালিদহ গ্রামের মিজানুর রহমান কৃষকরা জানান, বিঘা প্রতি জমিতে হালচাষ, সার-বীজ, সেচ-নিড়ানী, পাট কর্তন, ধোয়া শুকানো ব্যয় ৭-৮ হাজার টাকা হতে পারে। প্রতি বিঘায় পাট পাওয়া যাচ্ছে ১০-১২ মণ। ৩ হাজার টাকা মণ দরে বিক্রয় করলে প্রায় ৩৬ হাজার টাকা হয়। এতে খরচ বাদে বিঘা প্রতি ২৫-৩০ হাজার টাকা লাভ হবে। অপরদিকে পাটখড়ি পেয়ে কৃষাণীরা বেশ খুশি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত ১৫৫০’শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বাংলাদেশে গবেষণা দ্বারা উদ্ভাবিত রবি-১ ও ফাল্গুনি তোষা জাতের পাটের গুণগতমান আরো ভাল বলেও তিনি জানান।

Spread the love