সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে দিনাজপুর আওয়ামী লীগ। দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করে।

২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার নেত্রী, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সহ সভাপতি জহির খাঁন, অনুপ কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।

এছাড়াও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক রশিদুল ইসলাম রতনসহ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভাশেষে দোয়া মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল নেতাকর্মী।

এর আগে দলীয় কার্যালয়ে পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে কেক কাটেন সংগঠনের নেতাকর্মীরা।

Spread the love