সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জেলায় অবহিতকরন কর্মশালা

রাজু বিশ্বাস, দিনাজপুর প্রতিনিধি ॥ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) মহাখালী ঢাকা এর আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধি ২০১৭ বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর (২০২৩ইং) দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহিদ আব্দুল জব্বার কনফারেন্সরুমে প্রতিটি উপজেলার আবাসিক ডাক্তারবৃন্দ ও সিনিয়র স্টাফ নার্সদের অংশগ্রহনে বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভাতে সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ এর সভাপতিত্বে প্রধান আলোাচক হিসেবে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান বলেন, মাতৃদুগ্ধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পরিপূর্ণ পুষ্টি যোগায় এবং অধিক বুদ্ধিসম্পন্ন (আই কিউ) হয়। মা ও শিশুর বন্ধন সূদৃঢ় হয় এবং শিশুকে অনেক রোগ থেকে রক্ষা করতে পারে। শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুস্থ খাদ্যাভাস তৈরি করে ও যথাযথভাবে শিশুর চোয়ালের উন্নয়ন ঘটায়। শিশুর শারীরিক পরিপূর্ণতা লাভ করে, এর গুরুত্ব অপরীসিম।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহমেদ এর সঞ্চালনায় মুক্ত আালোচনায় অংশগ্রহন করেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকার সহকারি পরিচালক ডাঃ ইফতেখার আহমেদ তসলিম ও, জেলা প্রশাসনের পক্ষে সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান, দিনাজপুর দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জহির উদ্দিন শাহ, সিনিয়র কন্সাল্টটেন্ট ডাঃ আশুতোষ দেব শর্মা (গাইনি), সিনিয়ির কন্সাল্টটেন্ট ডাঃ কাইয়ুম (শিশু রোগ বিশেজ্ঞ), দিনাজপুর বেসরকারি ডায়াগনিস্টিক এর সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউসহ প্রমুখ।
ভিডিও প্রদর্শনের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী, ঢাকার সহকারি পরিচালক ডাঃ মোহাম্মদ শোয়াইব।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শিশুদের মেধা বিকাশ ও পরিপূর্ণতার ক্ষেত্রে মাতৃদুগ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিকভাবে মায়েদের সচেতনতার পাশাপাশি মায়েদের পুষ্টি বিষয়ে দৃষ্টি দিতে হবে।

Spread the love