
শেখ সাবের আলী, ষ্টাফ রিপোর্টার, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নির্বাহী অফিসারের সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আইন শৃঙ্খলা বিষয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন আলী মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান সরকার, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ এনার উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হক, মৎস্য কর্মকর্তা বেগম রেবেকা আইরীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহ্মিদা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা মোছাঃ তাহেরা বেগম, ২৯বিজিবির নায়েক সুবেদার মোঃ আশরাফ, ফুলবাড়ী উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-উর রশিদ, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন প্রমুখ।