
রাজু বিশ্বাস, দিনাজপুর প্রতিনিধি॥“জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর (২০২৩ইং) জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সদর হাসপাতালের কনফারেন্সরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো ফজলুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ, সদর হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ সোহেল রানাসহ এনজিওর প্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও স্বাস্থ্য কর্মীবৃন্দ।