সোমবার ২২ এপ্রিল ২০২৪ ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আসন্ন  দূর্গা পুজা সুষ্ঠু, সুন্দর, সু-শৃঙ্খলা পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষে আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর)  দুপুরে  উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর মেয়র  আবদুস ছাত্তার মিলন, থানা অফিসার ইনচার্জ ( ওসি)  আবু হাসান কবির বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সদের আলী খন্দকার, সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রকল্প অফিসার আজিজুল । এ ছাড়া আরও বক্তব্য রাখেন  ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি  সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাধারণ সম্পাদক  রিপন চন্দ্র সরকার, ঘোড়াঘাট  পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব হিমাংশু সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার ৩৭ টি দূর্গা পুজা মন্ডপ উদযাপন কমিটির সভাপতি ও  সাধারন সম্পাদকরা। এবারে পূজা মন্ডপগুলোতে শান্তি শৃঙ্খলা  বজায় রাখার জন্য  সর্বক্ষণ আনসার বাহিনী ও পূজা কমিটির সদস্যরা  মোতায়ন থাকবে, পাশাপাশি ৩৭ টি দূর্গা মন্ডপ গুলোতে  পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী  টহল সহ প্রশাসন, জনপ্রতিনিধিরা পরিদর্শন করবেন। উল্লেখ্য এবারে ঘোড়াঘাট উপজেলার   শারর্দীয় দুর্গা পৃজা  ৩৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে। 

Spread the love