রবিবার ১৪ এপ্রিল ২০২৪ ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদায় আমন চাষে কৃষকের সাফল্যের হাতছানি উকি দিচ্ছে

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ॥ পঞ্চগড়ের বোদায় চলতি আমন মৌসুমে চারা রোপনের পর ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার সবুজ মাঠের সোনালী ফসলের ক্ষেত দেখে কৃষকদের মাঝে সাফল্যে হাতছানি উকি দিচ্ছে। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার পর কখনও রোদ আবার কখনও বৃষ্টির মাঝেও আমন ধানের চারাগুলো সবুজে সতেজ হয়ে উঠেছে। মাঠের আমনের চারাগুলো দেখে মনে হচ্ছে ধানের বাম্পার ফলন হবে। উপজেলার বেংহারী বনগ্রাম গ্রামের কৃষক ওসমান গণি ও আব্দুর করিম জানান, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় প্রথমে আমন ধানের চারা লাগাতে পারিনি। পরে সেচ মেশিন দিয়ে চারা লাগানোর পর বর্তমানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। সেচ ও বৃষ্টির পানিতে ধানের গাছগুলো বাম্পার হয়েছে। আর অল্প কয়েক দিনের মধ্যে ধান গাছ থেকে শীস বের হবে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন রমিদ জানান, চলতি মৌসুমে এ উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এখন ক্ষেতের পরিচর্যার ও সার প্রয়েগে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আমন ধানের ক্ষেত্রের সুষম মাত্রায় সারের ব্যবহার ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠে কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ ও সহায়তা করে আসছেন। আবহাওয়া অনুকুলে থাকলে তিনি আমন ধানের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love