রবিবার ১৪ এপ্রিল ২০২৪ ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর আঞ্চলিক বিকেএসপিতে হয়ে গেলো ২ দিনব্যাপী এই ভর্তি কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি : বিকেএসপি দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে হয়ে গেল ফুটবল, ক্রিকেটসহ ২১টি ইভেন্টে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। ২ দিনব্যাপী এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহন করে রংপুর বিভাগের ৮টি জেলাসহ আশেপাশে জেলাগুলোর প্রায় দুই হাজার শিক্ষার্থী।

শনিবার ছিলো প্রাথমিক ভর্তি কার্যক্রমে শেষ দিন। এর আগে গত শুক্রবার (১৪ জানুয়ারী) শুরু হওয়া ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম মাজহারুল হক। এসময় উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মিজানুর রহমান, দিনাজপুর আঞ্চলিক বিকেএসপির উপ-পরিচালক রোকন উদ্দীন আহম্মেদ প্রমূখ।

দুইদিন ব্যাপী এই ভর্তি যুদ্ধে রংপুর বিভাগসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আশা প্রায় দুই হাজারেরও বেশি শিক্ষার্থীরা। কারও স্বপ্ন ক্রিশ্চিয়ানো রোনালদোর মত ফুটবলার হওয়া কারও বা সাবিক আল হাসান, সচীন টেন্ডুলাকার কিংবা মাশরাফির মত ক্রিকেটার হওয়ার। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তাদের স্বপ্ন পূরনের তীব্র আকাঙ্খা সম্পর্কে। যারা পরিবারের দারিদ্রতা পিছনে ফেলে নিজের পরিবারে স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে নিয়েছে। যাদের প্রত্যেকেরই স্বপ্ন আর্ন্তজাতিক পর্যায়ে ভালো মানের খেলোয়ার হয়ে দেশের মুখ উজ্জ্বল করার।

বীরগঞ্জ উপজেলার খ্রিষ্টান সম্প্রদায়ের আকাশ টুডু বলেন, আমার বাব একজন রাজমিস্ত্রি। আমার বাবাও ফুটবল পছন্দ করেন। তাই তিনি আমাকে ফুটবল ধরিয়ে দিয়েছে। তাই আমিও ছোট থেকে ফুটবলটাই পছন্দ করি। আমার বাবার ইচ্ছে আমি একজন অন্যতম ফুটবল খেলোয়াড় হবো। আমার পছন্দের খেলোয়ার ক্রিশ্চিয়ান রোলানদো। আমি তার অনেক বড় ভক্ত। আমি তার মত বড় খেলোয়াড় হতে চাই। সকলেই দোয়া করবেন। আমি যেনো আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি।

ঠাকুরগাঁও জেলার সচীন চন্দ্র রায় বলেন, আমার বাবা গার্মেন্সে কাজ করে। আর আমার মা কৃষি কাজ করেন। আমার বাবার খুব আশা আমি একজন ভালো ক্রিকেটার হবো। আমার বাবা খুব কষ্ট করে সংসার চালায়। আমার ইচ্ছে আমি সচীন টেন্ডুলকারের মত একজন খেলোয়াড় হবো। আমার নামও সচীন। জানিনা কতটুকু সম্ভব হবে। আসছি এখানে পরীক্ষা দিতে। এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা।

বিকেএসপিতে সর্বমোট ২১টি ক্রিয়া বিভাগ রয়েছে। সবগুলোর বিভাগেরই সার্কুলার হয়েছে। আমরা দেশের পাঁচটি আঞ্চলিক কেন্দ্রগুলোতে যাবো। তবে দেশের যে দুটো বিভাগে আঞ্চলিক কেন্দ্র নেই অর্থ্যাৎ রাজশাহী এবং ময়মনসিংহ সেগুলোতেও আমরা যাবো। আঞ্চলিক কেন্দ্রগুলো থেকে আমরা বাছাই করে ঢাকায় সাতদিনের ক্যাম্পে তাদের নিয়ে যাবার পরে চূড়ান্ত বাছাই শেষ হবে। দিনাজপুরে আমরা প্রতি বছরই ভালো সারা পাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার মনে হয় এখানও থেকে এবারও ভালো ট্যালেন্ট আমরা খুঁজে বের করতে পারবো।

Spread the love