শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে শিশুর প্রতি সহিংসতা বন্ধে দিনাব্যাপী কর্মশালা

মো. আব্দুর রাজ্জাক॥ শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে (বাল্য বিবাহ, শারিরিক সহিংসতা, শিশু শ্রম) বিদ্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা বিষয়ক দিনব্যাপী কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, মোহন ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ফরজ আলী, ধর্মীয় নেতা কারী মোঃ নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপি এর প্রোগাম অফিসার সাধন দাস, জুনিয়র প্রোগাম অফিসার অনিন্দিতা কুন্ডু, চাইল্ড প্রোক্টেশন অফিসার গোল্ডেল সরকার, দৈনিক দেশবাংলা পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামানসহ মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যব অন্যান্য শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, ছাত্রছাত্রী, অভিভাবক প্রতিনিধি ও ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাবৃন্দ।
কর্মশালার মুল আলোচনার বিষয়বস্তু ছিল বিদ্যালয় পর্যায়ে শিশু সুরক্ষা রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা। আলোচনায় শিশু সুরক্ষার উপর গুরুত্বারোপ করা হয় ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। সকলের সমন্বয়ের মাধ্যমে কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গৃহিত হয় যা শিশু কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপি, শিশু কল্যাণার্থে অংশীদারদের সমন্বয়ে বীরগঞ্জ কর্ম এলাকায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে (বাল্য বিবাহ, শারিরিক সহিংসতা, শিশু শ্রম) বিদ্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে শিশু সুরক্ষা রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা বিষয়ক কর্মশালার আয়োজন করে।

Spread the love