
দশরথ রায় বাবুল, ষ্টাফ রিপোর্টার ॥ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, জুলুম, অগ্নি সংযোগ, মন্দির ভাংচুর, দেবোত্তর সম্পত্তি ও শ্মশান ঘাট দখল এবং নাটরের বড়াই গ্রামের খ্রিষ্টান মদিদোকানি সুনিল গোমেজ, হিন্দু পুরোহিত আনন্দ গোপাল, পাবনার শ্রীশ্রী অনুকূল ঠাকুরের সেবায়েত নিত্য রঞ্জন পান্ডে, ঝিনাইদহের হিন্দু পুরোহিত আনন্দ গোপালসহ সারাদেশে গুপ্ত হত্যার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
শনিবার বিকেলে পুরাতন শহীদ মিনার চত্বরে পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করে।
উপজেলা পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাংগঠনিক সম্পাদক আবুল খাইর, ভ্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ঈশ্বর চন্দ্র, দপ্তর সম্পাদক শামীম আক্তার সজীব, সহ দপ্তর সম্পাদক নারায়ন চন্দ পাল, যুবলীগ সাধারণ সম্পাদক মো. মোছাদ্দেক হোসেন, পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি দ্বিজেন্দ্র নাথ রায়, সহ সাধারণ সম্পাদক দেবেন চন্দ্র সরকার, বীরগঞ্জ কেন্দ্রিয় মহাশ্বশান উন্নয়ন কমিটির সভাপতি নীরেন্দ্র নাথ দাস প্রমুখ।
নেতৃবৃন্দ দেশব্যাপী বিভিন্ন শ্রেণি, গোষ্ঠীর মানুষকে টার্গেট করে যে ভয়াবহ হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে তাতে করে দারুনভাবে মর্মাহত, শংকিত ও উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যেককে সচেতন হওয়ার জন্য এবং প্রশাসনকে আরও তৎপর হওয়ার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।