শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিবির পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে ২ জনকে গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি ॥ ডিবির পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে দিনাজপুরে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আব্দুল আলিমের পুত্র বদরুল হোসেন (৩০) ও শ্রীচন্দ্রপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র শাহিনুল ইসলাম (২৮)কে ডিবির পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলার আসামী হিসেবে মঙ্গলবার রাতে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী গ্রামের আবুল হোসেনের পুত্র হোমিও চিকিৎসক নুরুল আলম বাদী হয়ে মঙ্গলবার রাতে ডিবির পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে আটক ২ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, নুরুল আলমকে দিনাজপুর ডিবি পুলিশ ১৬ জুন গ্রেফতার করে। এসময় তাকে ডিবির পরিচয়ে ছাড়িয়ে দেয়ার নাম করে ২ প্রতারক বদরুল ও শাহিনুল নুরুলের পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। নুরুলের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় ১৮ জুন ডিবি পুলিশ তাকে ছেড়ে দেয়। বাসায় এসে নুরুলকে তার পরিবারের সদস্যরা জানান যে, তাকে ছাড়িয়ে নেয়ার জন্য বদরুল ও শাহিনুলকে ৩ লাখ টাকা দেয়া হয়েছে। ঘটনা জানার পর নুরুল ঘোড়াঘাট থানায় ২ ভুয়া ডিবি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের করেন।

Spread the love