
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ৫০ জন এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা ব্যবস্থাপক মোঃ হামিদুল ইসলামের পরিচালনায় সফির উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবলুহাট দারুল আইতাম দুঃস্থ শিশু ও প্রতিপালন এর সহসভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রাজা মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
শাখা ব্যবস্থাপক মোঃ হামিদুল ইসলাম জানান, মুসলিম এইড ১৯৯১ সালে চট্রগ্রামে ঘূর্ণিঝড়ে জরুরী ভিত্তিতে ত্রাণ বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০১২ সালে ১ আগস্ট বীরগঞ্জ শাখার কার্যক্রম শুরু করে বরাবরের ন্যায় সেবামূলক কাজ করে আসছে। মুসলিম এইড বাংলাদেশ একটি আর্ন্তজাতিক সেবামূলক সংস্থা। বিশ্বের ৭২ টি দেশে শীতবস্ত্র, ত্রাণ, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা, উপানুষ্ঠানিক শিক্ষা, কারিগরি শিক্ষা, এতিম পালন, হতদরিদ্রদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে সরকাররের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করে আসছে।