শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমাদের লক্ষ্যে পৌঁছাতে পথ দেখিয়েছেন তানু ভাই

আজও কান পেতে শুনি ওই নিষ্পাপ, নির্ভেজাল মানবপ্রেমী প্রচন্ড শক্তিশালী ব্যাক্তিত্বের হাঁক ডাক। কালু কালু বলে চিৎকার দিয়ে হাঁক-ডাক আজও তাঁর অতি প্রিয় প্রতিষ্ঠান ” নাট্য সমিতি’র ” সর্বত্র প্রতিধ্বনি হয়। মির্জা আনোয়ারুল ইসলাম তানু সর্বত্রের হৃদয় জয় করা নিষ্পাপ প্রতিচ্ছবি’র একজন মানুষের নাম । ২০১৭ সালের আজকের দিনে সর্বত্রের হৃদয় ছিন্ন করে না ফেরার দেশে চলে গেলেন। তিনি তিনিই নাট্য সমিতিকে তাঁর প্রাণের প্রতিষ্ঠান হিসেবে আগলে ছিলেন দীর্ঘ কাল। কিছু কিছু কথা আজো কানে প্রতিধ্বনিত হয় ‘ রেজু উদীচী’র সভাপতি হল , তবে নাট্য সমিতি চলবে কি ভাবে, ইস্ ব্যাটাকে সব জাগার নেতা হতে হবে?” শেষের দিকে রাত ১০ বাজলেই তানু ভাই বাচ্চু’র ( সুলতান কামাল উদ্দিন বাচ্চু) পেছনে পেছনে ঘুরঘুর করতেন বাড়ীতে যাওয়ার জন্য। বাচ্চু কখনো কখনো আমাকে বলতো দেখেন একটু মজা করি। তানু ভাইকে একটু উচ্চস্বরে বলে বসলো যেতে দেরী হবে হলে ( নাট্য সমিতিতে) আমার অনেক কাজ আছে। এ কথা শুনে তিনি ( তানু ভাই) অফিস কক্ষে গিয়ে বসে জনালার নীচের পাল্লা খুলে ” থুতু” ফেলে কালু এ্যায় কালুর বাচ্চা চা দে। সব রাগ যেন তখন কালু’র উপর। কালু তাতে অভ্যস্ত নাট্য সমিতির এই প্রাণ পুরুষটির প্রতি তাকে কখনো রাগ করতে দেখিনি। কালু তার স্বভাব সিদ্ধ ভাবে চায়ের গ্লাস সামনে দিয়ে বলে, ” নেন ক্যানে চা খান, বাড়ীৎ যাবেন কবে? আরে বাচ্চু না গেলে যাবি কিভাবে। চা পান শেষে কিছুক্ষণ পর আবার এসে বাচ্চুর হাতের কুনুই ধরে বলতেন, আমাকে বাড়ীতে পৌঁছে দিবি না, রাত হচ্ছে তো? বাচ্চু পাল্টা বলতো এখন কেন বাড়ী বাড়ী করেন, আগে আমাদেরকে যে গভীর রাত পর্যন্ত আটকে রাখতেন? তখন তিনি শিশু সুলভ একটা হাসি দিয়ে বলতেন, আমাকে রেখে না হয় তুই আবার আসবি;রেজু রেজু করে বিশাল চিৎকার – – – তুই কোথায় ছিলি? রেজু যখন উঁচুস্বরে জবাব দেয়, কি হল? স্বর নিচু করে না মানে বলছি ওই কাজটা করছিস। অনেক স্মৃতি, অনেক ঘটনা, যা বলে কোনদিনই শেষ হবে না। আজকের দিনে পরম যত্নসহকারে শ্রদ্ধাভরে স্মরণ করবো তাঁকে। প্রণাম নেবেন তানু ভাই, আশীর্বাদ করবেন আমাদের সকলকে। আপনি আপনিই “ধ্রুব তাঁরা ” হয়ে আজীবন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পথ দেখাবেন।

লেখক-চিত্ত ঘোষ, সাংবাদিক ও কলামিষ্ট

Spread the love