সোমবার ২২ এপ্রিল ২০২৪ ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউকে রাজনৈতিক হয়রানি করা হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন,  কাউকে রাজনৈতিক হয়রানি করা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেসব ব্যক্তির সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছে তাদের গ্রেফতার করেছে এবং রাজনৈতিক হয়রানির কোনো ইচ্ছা সরকারের নেই।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ছয় বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কিন্তু অগ্রগতি অনেক ভালো। আমরা আশা করি যেকোনো সময়ে রোহিঙ্গারা ফেরত যাবে।

অনেক প্রতিষ্ঠান চায় না তারা (রোহিঙ্গারা) ফেরত যাক। এটির একটি সমস্যা আছে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একবার রোহিঙ্গাদের ফেরত যাওয়ার একটি উদ্যোগ নেয়া হয়। তখন কিছু বিদেশি শক্তি আমাদের বললো যে ওখানে পাঠাবেন না। বরং তাদের আমরা নিয়ে যাবো। কিন্তু তারা কাউকে নেয়নি। তারা বললো, আপনার দেশে ১৭০ মিলিয়ন লোক এবং আরো এক মিলিয়ন নিলে আপনাদের কোনো ঝামেলা হবে না।

Spread the love